ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছবিতে ছবিতে গল্প বলি

মীম নোশিন নাওয়াল খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, জুন ২২, ২০১৩
ছবিতে ছবিতে গল্প বলি

গাঁয়ের মেয়ে
তারা দুই বান্ধবী। রোজ যায় কলসি কাঁখে জল আনতে।

যাওয়া আসার পথে কতো গল্প, কতো কথা। প্রজাপতি আর উড়ে যাওয়া পাখিটার সাথে সই পাতানো। বাংলাদেশের গ্রামীণ জীবনের এ যেন এক চির অসমাপ্ত গল্প।

m2


পরিবার

একটা টেডি বিয়ার পরিবার। তারা পিকনিকে এসেছে। এসে তো দারুণ মজা হচ্ছে। হঠাৎ চোখ গেল একটা ছোট্ট সুন্দর হ্রদের দিকে। এখন তাই মা, বাবা আর টেডি মিলে হ্রদের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত।

m1


বাঁধন

শরৎকাল। কাশফুলের সময়। আকাশে পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে দু-এক খণ্ড মেঘ। যেন লুকোচুরি খেলছে। স্নিগ্ধ হাওয়া কাশবনে দোলা দিয়ে যাচ্ছে, নেচে উঠছে কাশফুল। সঙ্গে দুলে উঠছে মানুষের মনও। প্রকৃতি আর মানুষের এই বন্ধুত্বই বাংলার চিরায়ত রূপ, প্রতিদিনের গল্প।

m4

বন্ধুত্ব
মেঘলা দিন। বৃষ্টির পর আকাশে আবির্ভাব হলো একটা মিষ্টি দেখতে রংধনুর। ময়ূরটাও তার রংধনুর মতো বর্ণিল পুচ্ছ মেলে দিয়ে নৃত্য শেষে চলে এলো রংধনুটার সাথে ভাব জমাতে। যেন কতো দিনের পুরনো বন্ধু...

Meem Nowsinলেখা ও আঁকা: মীম নোশিন নাওয়াল খান, সপ্তম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ


বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি
মেইল: [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।