ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গড়বে যারা দেশ

ফারুকুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, সেপ্টেম্বর ১০, ২০১৩
গড়বে যারা দেশ

আজ যারা শিশু-কিশোর
কাল হবে যুবক,
বড় হয়ে তারা হবে
দেশের বড় সেবক।

থাকবে মনে আশার আলো
দেহে থাকবে বল,
দেশের জন্য যুদ্ধ করবে
নতুন সেনার দল।



প্রাণে প্রাণে দৃপ্ত শপথ
হাতে জয়ের মশাল,
তারাই করবে শাসন এ দেশ
ধরবে দেশের হাল।

তাদের দেখে বিশ্ববাসী
বলবে ভালো বেশ,
তাদের জন্য চাই যে এখন
ভালো পরিবেশ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০১৩
এএ/এমজেডআর-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।