ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নেতাজি সুভাষচন্দ্র বসু

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, জানুয়ারি ২৩, ২০১৪
নেতাজি সুভাষচন্দ্র বসু

নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতীয় উপমহাদেশের অনুসরণীয় একজন নেতা।

ভারতের স্বাধীনতা সংগ্রামে যাদের অসামান্য ভূমিকা রয়েছে তাদের একজন তিনি। ভারতবর্ষের একজন কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র। তাকে ডাকা হয় ‘নেতাজি’ বলে।

১৮৯৭ সালের ২৩ জানুয়ারি উড়িষ্যার কটকে তার জন্ম। বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। ৠাভেনশ কলেজিয়েট স্কুলে পড়াশোনা শেষে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজউইলিয়াম হলে।

ভারতে ফিরে সুভাষচন্দ্র লেখালেখি শুরু করেন। জড়িয়ে পড়েন রাজনীতিতে। তার রাজনৈতিক গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। রাজনৈতিক জীবনে বারবার গ্রেফতার হতে হয়েছে সুভাষচন্দ্র বসুকে।

রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘দেশনায়ক’ আখ্যা তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। কলকাতার একাধিক রাস্তা, একমাত্র ইনডোর স্টেডিয়াম, দমদম বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ইত্যাদি নামকরণ করা হয়েছে তার নামে। পশ্চিমবঙ্গে ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।

নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে মতভেদ রয়েছে। সরকারি মতে ১৯৪৫ সালের ১৮ আগস্ট তার মৃত্যু হয়।
সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@hmail.com

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।