বাজারে গিয়ে আলম সাব
কিনতে গেছে আম
টসটসে সব রসে ভরা
ফরমালিন কি নাম?
বউ বলেছে সকাল বেলা
আম আজকে তার চাই
পকেট ভরা পয়সা আছে
ভেজালমুক্ত নাই?
বছর ঘুরে এক মৌসুমে
ইচ্ছে করে তার
পেট পুরে আম-জাম খাবে সে
ইচ্ছেতেই সাবাড়!
আজব দেশের বাসিন্দা সে
মনটা হয় ভারী
মনের দুঃখে কামড়ে ধরে
ডান চোয়ালের মাড়ি!
তায় কি দেশে সবই আছে
রাজার জন্য শুধু
আমরা কি সব গণ্য শুধু
ভোটের আগের মধু!
undefined
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪।