ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেঘের যত মজার আকার

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
মেঘের যত মজার আকার

মেঘের মধ্যে আমরা কখনো কখনো কোনোকিছুর আকৃতি খুঁজে পাই। তবে সেই আকৃতিগুলো সবার চোখে ধরা দেয় না, কেবল শিল্পীমনের অধিকারী ব্যক্তির চোখ মেঘের খেলায় খুঁজে নেয় নানা জিনিসের আকৃতি।



মার্টিন ফেইজু এমন একজন ব্যক্তি। তার চোখে মেঘেরা ধরা দিয়েছে প্লাটিপাস, ডায়নোসর, হাঁস, কুকুরসহ নানা জিনিসের আকৃতিতে।

ফেইজু কিন্তু মেঘের এই খেলা শুধু নিজেই উপভোগ করেন নি, অন্যদেরও উপভোগ করার সুযোগ করে দিয়েছেন।

মেক্সিকোতে ঘুরতে গিয়ে আকাশের মেঘগুলোর ভেতর যখন তিনি বিভিন্ন আকৃতি খুঁজে পেলেন, তখন সেগুলোর ছবি তুলে রাখতে শুরু করলেন।

শুধু তাই নয়, এই ছবিগুলোর উপরে এরপর কলমের দাগে মেঘগুলোর বিভিন্ন জিনিসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আকৃতি সবার বোধগম্য করে তুলেছেন। সেজন্যই ফেইজু নিজেকে পরিচয় দেন একজন ‘ক্লাউড শেপার’ হিসেবে।

ফেইজু যখন ছোট ছিলেন, তখন তিনি শুনেছিলেন আকাশের মেঘেদের নানা আকৃতি দেয় আকাশে বাস করা কিছু ভাঁড়। তারা শিশুদের আনন্দ দিতে এটি করে।

সেকথা মনে করেই মেঘেদের আকৃতি দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন ফেইজু।

তার আকৃতি দেওয়া মেঘগুলোর মধ্যে রয়েছে প্লাটিপাস, কুকুর, টি-রেক্স ডায়নোসর, হাঁস, মুরগি ইত্যাদি।

মজার আকৃতির মধ্যে রয়েছে বক্সার কচ্ছপ এবং টিয়ে মাছ। এমনকী ডারউইনকেও ফেইজু খুঁজে পেয়েছেন মেঘের মধ্যে!  



বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।