ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদ আবুল বরকত

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ভাষাশহীদ আবুল বরকত ভাষাশহীদ আবুল বরকত

ভাষাশহীদ আবুল বরকতের নাম আমরা সবাই জানি। ’৫২-এর ভাষা আন্দোলনে মাতৃভাষাকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি।



১৯২৭ সালের ১৬ জুন ভারতের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন আবুল বরকত। তার বাবার নাম শামসুদ্দিন ও মা হাসিনা বেগম।

তালিবপুর হাইস্কুল থেকে ম্যাট্রিক ও বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে আইএ পাস করে ১৯৪৮ সালে ঢাকায় চলে আসেন বরকত। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫১ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স পাস করে স্নাকোত্তর শ্রেণিতে ভর্তি হন তিনি।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা যখন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল করে, তখন তাদের উপরে পুলিশ গুলি চালায়। তারই একটি গুলি লাগে হোস্টেলের শেডের বারান্দায় দাঁড়ানো বরকতের গায়ে। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। সে রাতেই আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন আবুল বরকত। বাঙালি জাতি তাকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।