ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদ শফিউর রহমান

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ভাষাশহীদ শফিউর রহমান

বাংলা ভাষার সম্মান রক্ষা করতে যারা প্রাণ দিতেও ভয় পান নি, তাদের একজন শফিউর রহমান।

১৯১৮ সালের ২৪ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্ম শফিউরের।

বাবার নাম মাহবুবুর রহমান।

শফিউর কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে আইকম পাস করেন। তারপর কেরানির চাকরি নেন চব্বিশ পরগনা সিভিল সাপ্লাই অফিসে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাবার সঙ্গে ঢাকায় আসেন তিনি। ঢাকায় এসে হাইকোর্টের হিসাবরক্ষণ বিভাগে কেরানির চাকরি নেন।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পরদিন ২২শে ফেব্রুয়ারি শফিউর রহমান সাইকেলে চড়ে অফিসের উদ্দেশে রওনা দেন। নবাবপুর রোডে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে মিছিল করছিলো ছাত্র-জনতা।

সেসময় পুলিশ তাদের দিকে আবার গুলি নিক্ষেপ করে। তখনই একটি গুলি এসে লাগে শফিউরের গায়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করা হয় তার শরীরে। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সেদিনই সন্ধ্যায় মৃত্যু হয় শফিউরের।

শফিউর রহমানের মৃতদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন শফিউর রহমান। তিনি আমাদের গর্ব। বাঙালি সবসময় তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।