ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খোকন যাবে চাঁদের দেশে | আহমেদ রব্বানী

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
খোকন যাবে চাঁদের দেশে | আহমেদ রব্বানী

খোকন যাবে চাঁদের দেশে
হংসরাজে চড়ে,
সেই খুশিতে খোকন সোনার
আনন্দ না ধরে!

শান্ত সাগর মৃত সাগর
দেবে খোকন পাড়ি,
চাঁদের বুকে খোকন সোনা
গড়বে যে তার বাড়ি!

চাঁদের বুড়ির কাছে অনেক
প্রশ্ন আছে তার,
তোমার আমার কাছে কিন্তু
জবাব মেলা ভার।

চাঁদের দেশে চাঁদকুমারী
কন্যা বসত করে
তারে নিয়েই খোকন সোনা
ফিরবে আপন ঘরে।



বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।