ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নাচে গানে বৈশাখ | রফিক আহমদ খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, এপ্রিল ১৩, ২০১৫
নাচে গানে বৈশাখ | রফিক আহমদ খান

নববর্ষ এলো আবার
            আলো করে দেশ
আনন্দ আর উৎসবেতে
             জমবে মেলা বেশ।

নতুন বছর নতুন করে
                   স্বপ্ন আঁকি বুকে
চাই আমাদের বাংলাদেশের
                     কাটবে সময় সুখে।



পুরান দিনের দুঃখ গুলো
                     রাখবো না আর মনে
সুখ কামনা সবার জন্য
                       নতুন বাংলা সনে।

নতুন বছর নতুন রঙে
               সাজবে বটমূল
নাচে গানে বৈশাখী দিন
                  থাকবে হুলুস্থুল।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।