ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খেকশিয়ালের বিয়ে | আজিম হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
খেকশিয়ালের বিয়ে | আজিম হোসেন

খেকশিয়ালের বিয়ে হবে
খেকশিয়ালীর সঙ্গে,
সেই খুশিতে শিয়ালমামা
মিটিং ডাকে মাঠে।

শিয়াল মামা ব্যস্ত বড়
কেনা-কাটারধুম,
সেই সুবাধে তার দু’চোখে
নেইতো কোনো ঘুম।



খেকশিয়ালের মনে এখন
দুরুদুরু ভয়,
বাসর হবে দেখা
কী যেন কী হয়!

ঢোলক বাজে সানাই বাজে
খেকশিয়ালের বাড়িতে,
বহুদিনের শখ ছিল তার
চড়বে এবার গাড়িতে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।