ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এবার ঠেলা সামলা | রাহাত হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এবার ঠেলা সামলা | রাহাত হোসেন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রায়না নাকি ধরেছে বায়না
খেলবো না আর ঢাকাতে
আম্পায়ারদের যায়না কেনা
ডলার ছাড়া টাকাতে!

কথা শুনে বললো শেষে
কোহলি এবং ধোনি
কি আর করা বোর্ডে এখন
নেই যে মোদের শ্রীনি!

দেখছে তারা ওই যে খাড়া
রয়েল বেঙ্গল টাইগার
ওদের পেটে বড়ই ক্ষুধা
নেই যে অভাব জায়গার।

কি আর করা খাইছ ধরা
এবার ঠেলা সামলা
থাবা তুলে টাইগারেরা
করছে কঠিন হামলা।



বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।