ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে দামি খাবার

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
বিশ্বের সবচেয়ে দামি খাবার

খাবার কত দামি হতে পারে? ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার না হয় লাখ টাকা! কিন্তু এক খাবারেই ২৭ লাখ! হুম, সত্যি বলছি। পৃথিবীতে এত দামি খাবারও রয়েছে।

আরও মজার ব্যাপার, এ খাবারটি একটি মাছের ডিম।

আর সেই ডিমের দাম কত জানো? ৩৪ হাজার ৫শ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা!

এরইমধ্যে খাবারটার নাম উঠে গেছে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসেও।

বিশ্বের সবচেয়ে দামি খাবার হিসেবে স্বীকৃত এ মাছের ডিমের নাম আলমাস। এটা এক ধরনের ক্যাভিয়ার, যা বেলুগা স্টার্জন মাছের ডিম।

ইরানের বেলুগা স্টার্জন মাছ এমনিতেই খুব দুষ্প্রাপ্য। আর আলবিনো আলমাস নামক বেলুগা আরো বেশি দুষ্প্রাপ্য। তাও আবার যেনতেন আলবিনো আলমাস নয়, মাছটার বয়স হতে হয় ৬০-১০০ বছর। তাই এই মাছের ডিম প্রতি কেজি বিক্রি হয় প্রায় ৩৪ হাজার ৫শ ডলারে, কখনো এরচেয়েও বেশি মূল্যে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।