ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দুটি ছড়া | রফিক আহমদ খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
দুটি ছড়া | রফিক আহমদ খান

১.
ঈদ এসেছে এ-বছরে
শ্রাবণ মেঘের দিনে
বৃষ্টি কি আর খোকাখুকির
ঈদের খুশি চেনে!
মেঘগুলো তাই বৃষ্টি হয়ে
ঝরছে অঝর ধারায়
বৃষ্টি-বারিষ খোকার মনে
অভিমানটা বাড়ায়।
মেঘ হারিয়ে ঝলমলে রোদ
আসবে কবে আকাশে
হাসিখুশির ঈদের আমেজ
বয়ে যাবে বাতাসে।


রোদ্দুরের-ই প্রার্থনাতে
যাচ্ছে সময় পেরিয়ে
রোদ উঠলেই মজা হবে
ইচ্ছে মতো বেড়িয়ে।

২.
আপন-জনে পরিপূর্ণ
বাসা-বাড়ি-ঘর
বৃষ্টি ভেজা ঈদের দিনে
সেলফি তোলার ঝড়।
করছে শেয়ার ফেসবুকে
ঈদ আনন্দের ছবি
অপেক্ষাতে বৃষ্টি থেমে
উঠবে কখন রবি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।