বৈঠা হাতে
দিন কি রাতে
বাইছে মাঝি ভাই,
যাত্রী সাথে
আর কি তাতে!
যাচ্ছো কোথা ভাই?
একটু দাঁড়াও,
নাওটা ঘোরাও
ওপার যেতে হবে,
এবার বাড়াও
ওপার ভেড়াও
দাঁড়িয়ে আছে সবে।
পানশিখানা
টালবাহানা
করছে কেন এমন?
ধরছে ফনা
স্রোতের ফেনা
কালনাগিনী যেমন!
চালাক-চতুর নাইয়া
যাচ্ছে ভীষণ বাইয়া
ঐ দেখা যায় তীর,
নাও চলেছে ধাইয়া
জল কিছুটা খাইয়া!
তরতাজা শরবন
নাই হেথা লোকজন
বলাকার হাট,
শেয়ালের ক্রন্দন
কেঁপে ওঠে এই মন
নিঃসাড় ঘাট!
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এএ
ইচ্ছেঘুড়ি
নৌকো-নদী | আবু বকর হারুন
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।