ময়না পাখির বিয়ে হবে
দাওয়াত পেয়ে তাই,
বনের যত পাখি আছে
এলো যে সবাই।
দোয়েল কোয়েল শ্যামা
টুনটুনি বুলবুলি কোকিল
বাবুই চড়–ই শালিক এলো
আরও ঘুঘু পেঁচা চিল।
মাছরাঙা পানকৌড়ি ডাহুক
সারস ফিঙে বক
ঈগল শকুন কাঠঠোকরা আর
তোতা ও চাতক।
ইষ্টিকুটুম বউ কথা কও
এলো কাক টিয়ে
খুব আনন্দে হলো শেষে
ময়না পাখির বিয়ে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএ