খুব সকালে দোয়েল ডাকে মধুর সুরে
ছাতিম কিংবা অন্য গাছে কাছে-দূরে
নতুন চালে আম্মু বানান পিঠাপুলি
এসব দেখে খোকন গেছে পড়া ভুলি।
খোকার যেন নাকে কীসের গন্ধ আসে
খেজুর রসের মিষ্টি সুবাস আশেপাশে
শিশির কণা ছড়িয়ে আছে সবুজ ঘাসে
এমনটি হয় কখন যেন কোন সে মাসে?
হেমন্ত এই বাংলাদেশে আসে যখন,
প্রকৃতিটা মিট মিটিয়ে হাসে তখন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএ।