শিশির ভেজা সবুজ ঘাসে
শীতের ছবি আঁকা,
সেই ছবিটি যতন করে
মনের ফ্রেমে রাখা।
কী অপরূপ শীতের ছবি
মনটাকে দেয় দোলা,
হাড় কাঁপানো শীত ঋতুটা
যায় কি কভু ভোলা।
রোদ ঝলমল সরষে ফুলে
সোনালি রোদ হাসে,
পিঠা-পুলির উৎসবে সব
খুশির বানে ভাসে।
চির সবুজ বাংলা আমার
অপার মায়ায় ঘেরা,
যতো দেখি অবাক লাগে
শীত ঋতুটাই সেরা।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এএ