বইয়ের মেলা প্রাণের মেলা
হচ্ছে মেলামেলি
বানের মতো ছুটছে মানুষ
ভিড়ে ঠেলাঠেলি।
ছেলেমেয়ে বুড়োবুড়ি
রইলো না কেউ ঘরে
ছোট্ট মেয়ে মেলায় গেলো
বাবার আঙুল ধরে।
উড়ছে ধুলো উড়ছে বালি
উড়ছে বইয়ের ঘ্রাণ
উঠলো নেচে মেলায় গিয়ে
সব মানুষের প্রাণ।
বই এনেছে মেলা থেকে
পড়বে এখন বসে
বইয়ের ডানায় বিশ্বটাকে
দেখবে এবার চষে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এএ