ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদের ছড়া | আব্দুস সালাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ঈদের ছড়া | আব্দুস সালাম ঈদের ছড়া

যানবাহনের মিছিল রোডে
এখন দিবা-রাত্রী
নানান রকম শঙ্কাতে আজ
ঘরমুখো ঈদযাত্রী।

সড়কপথে মাঝে মাঝে
হাসছে খানাখন্দ
বৃষ্টিধারা নামলে পথে
যান চলাচল বন্ধ!
 
যানজটেতে সময়ক্ষেপণ
ছ'ঘণ্টার পথ বারো
খানা-পিনা টয়লেটের চাপ
থাকতে পারে আরও!
 
তবু সবাই নাড়ির টানে
যাবে সবাই ছুটে
বাবা-মায়ের পরশ পেলে
দুঃখ যাবে টুটে।


ঈদ মানে

ঈদ মানে নতুন নতুন জামা-কাপড় পরা
বাবার সঙ্গে ঈদগাহেতে ঈদের নামাজ পড়া।


 
ঈদ মানে ফিরনি পায়েস পোলাও কোরমা খাওয়া
বন্ধু-বান্ধব আপনজনের বসতবাড়ি যাওয়া।
 
ঈদ মানে ভালোবাসা সব ভেদাভেদ ভুলি
বুকের সাথে বুক মিলিয়ে করি কোলাকুলি
 
ঈদ মানে রোজার শেষে পাপ মোচনের আশা
সঠিক পথে জীবন গড়ার যায়রে পাওয়া দিশা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।