ভরা নদী নৌকা চলে
শরৎ নদীর প্রাণ
মাঝির সুরে ভেসে ওঠে
ভাটিয়ালি গান।
নদীর চরে চখাচখি
পানকৌড়ির মেলা
স্বচ্ছ জলে চান্দা, পুঁটি
খলসে করে খেলা।
...
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯এএ ।
নদীর ধারে বিলের পাড়ে
শরৎ করে খেলা
আকাশ পানে উড়ে চলে
সাদা বকের মেলা।
ভরা নদী নৌকা চলে
শরৎ নদীর প্রাণ
মাঝির সুরে ভেসে ওঠে
ভাটিয়ালি গান।
নদীর চরে চখাচখি
পানকৌড়ির মেলা
স্বচ্ছ জলে চান্দা, পুঁটি
খলসে করে খেলা।
...
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯