এক পর্যায়ে শিয়াল বললো, আমার শাবকগুলোকে দেখলেই কী যে আনন্দ হয়! তারপর দুষ্টু হাসি দিয়ে সে সিংহীকে বললো, তোমার তো কখনো একটার বেশি বাচ্চা হয় না।
ছবি: প্রতীকী
সিংহী গর্বের সঙ্গে হেসে উত্তর দিল, আমার একটাই বাচ্চা হয় কিন্তু সেটিই উৎকৃষ্ট গুণসম্পন্ন সিংহ!শিক্ষণীয় বিষয়: সংখ্যা নয়, মানই বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এফএম/এএ