ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

করোনার ঈদে | রানাকুমার সিংহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, মে ২৫, ২০২০
করোনার ঈদে | রানাকুমার সিংহ

এবার ঈদে থাকব ঘরে
সবাই মিলে
ঈদের খুশি থাকুক ভরে
দিলে দিলে!

বন্ধুরা সব দূরে যত
পড়বে মনে
যাক করোনা মিলব সবাই
মধুর ক্ষণে।

লাচ্ছা সেমাই ফিরনি পায়েস
খাবো যে আর
বাবা-মায়ের কাছে পাবো
কি উপহার?

আমার সাথে ঈদের দিনে
খেলবে বাবা
মায়ের সাথে জমবে ভীষণ
খেলবো দাবা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ২৫, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।