ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

লতা, পাতা, কাঠ দিয়ে মসজিদ বানাতাম

ফেরদৌস ওয়াহিদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, সেপ্টেম্বর ১০, ২০১০
লতা, পাতা, কাঠ দিয়ে মসজিদ বানাতাম

ঈদ ছিল আমাদের কাছে বছরের শ্রেষ্ঠ দিন। ছোট্ট বেলায় রোজা শুরু হলেই দিন গুনতাম ঈদ আসবে কবে? এখনো মনে আছে রোজা এলে ঈদের চিহ্ন হিসেবে ঘরের মধ্যে লতা, পাতা, কাঠ দিয়ে ছোট্ট একটা মসজিদ বানাতাম।

আব্বা যা কিনে দিতেন তাই ছিল শ্রেষ্ঠ উপহার। ঈদের দিন বিকেলে লুকিয়ে বন্ধুদের সাথে নদীর তীরে ঘুরতে যাওয়ায় যে কী আনন্দ ছিল, তা ওইভাবে ঘুরতে না গেলে বুঝা যাবে না। এখন চাইলেই সব তাড়াতাড়ি পাওয়া যায়, আনন্দ মিলিয়েও যায় দ্রুত। কিন্তু আমাদের সময় আমরা অনেক কষ্টে সবকিছু পেতাম। তাই আনন্দ ছিল অনেক বেশি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।