ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এই শরতে | রানাকুমার সিংহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, সেপ্টেম্বর ২, ২০২০
এই শরতে | রানাকুমার সিংহ

আকাশজুড়ে সাদা মেঘের খেলা
সঙ্গে আছে পসরা নীলে আঁকা
নদীর ধারে শুভ্র কাশের মেলা 
শরতের ছবি হৃদমাঝারে মাখা!

শ্রাবণ শেষে ভাদ্র মাসের বেলা
ঝকঝকে রোদ মৃদু হাওয়ার সাথে
প্রকৃতিকে যায় না করা হেলা
বন্ধু হয়ে শেফালী ফুল মাতে।

জল নেমেছে হাসলো খেলার মাঠে
বিকেল হলো দুরন্ত আর রাঙা
খেলার ঘোরে সন্ধ্যে হলে পাঠে
বর্ষা বিদায় এই শরতে চাঙা।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।