ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাথরুমে গোপন ডিভাইসে ভিডিও ধারণ, আসামির ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
বাথরুমে গোপন ডিভাইসে ভিডিও ধারণ, আসামির ৫ বছরের কারাদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নোগ্রাফি আইনে সজিব নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া (২৪) রূপগঞ্জের চারিতালুক গ্রামের ইমরান হোসেনের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাদী ভিকটিমের বাড়িতে বাথরুমে গোপনে ডিভাইস লাগিয়ে ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় অভিযুক্ত হয় সজীব।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা করার পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।