ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কেএনএফের ৩ সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
কেএনএফের ৩ সদস্য কারাগারে

বান্দরবান: থানচিতে ব্যাংকে হামলার ঘটনায় গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য ভানুনুন নুয়ান বম, জেমিনিউ বম ও আমে লনচেও বমকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে তাদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আরও পড়ুন: কেএনএফের আরও ৩ সদস্যসহ গ্রেপ্তার ৪

পুলিশ পরিদর্শক এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

রোয়াংছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন এবং জেমিনিউ ও লনচে সম্পর্কে ভাইবোন। তারা থানচি সদরের ৯ নম্বর ওয়ার্ডের লাল মুম চম বমের সন্তান। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪৯ জন আটক

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংকে হামলা, ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট হয়। সন্ত্রাসীরা উপস্থিত লোকজন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ১০-১৫টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।