ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত সাক্ষাৎ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার (ডিসেম্বর ০৪) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির প্রথম সাক্ষাৎ।  

প্রায় ৩০ মিনিট ব্যাপী স্থায়ী এই সাক্ষাতে তারা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে সুপ্রিম কোর্ট এক বার্তায় জানায়, সাক্ষাৎকালে  প্রধান বিচারপতি  প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব  গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জানান।  

প্রধান বিচারপতি ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর হতে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত  করেন। তিনি প্রধান উপদেষ্টাকে বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নের  ঘোষিত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন এবং  রোডম্যাপ বাস্তবায়নের হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করেন। এছাড়া,  প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টার গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টার বিচক্ষণ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।  

আলোচনাকালে প্রধান উপদেষ্টা বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার ও  প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে যে সকল পদক্ষেপসমূহ গ্রহণ করেছে তা সফলভাবে বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে এবং এদেশের বিচারপ্রার্থী জনগণ স্বল্প সময়ে স্বল্প খরচে বিচারসেবা পেতে সক্ষম হবে।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর দুদিন পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমইউএম/ইএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।