ঢাকা, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিগগিরই সুপ্রিম কোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
শিগগিরই সুপ্রিম কোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ঢাকা: শিগগিরই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা অবকাঠামো পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশার কথা জানান প্রধান বিচারপতি।

 

সুপ্রিম কোর্টে সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি রেফাত আহমেদ বলেন, সচিবালয় সম্পর্কে অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম দিয়েছিলাম, ধারণাপত্র দিয়েছিলাম, সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে কোনো সাংবিধানিক ও আইনি প্রতিবন্ধকতা আছে কিনা, বাস্তবায়নের জন্য। সেটা যদি থাকে, সেটা দূরীকরণ হবে।

কবে নাগাদ প্রত্যাশা করেন সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, সেটা তো বলা যায় না। শিগগিরই চাই।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব দুটি টয়লেট চালু হয়েছে। সুপ্রিম কোর্টের অনুমোদনে ব্র্যাক প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনির্মিত এ স্থাপনাগুলো পরিদর্শন করেন। এ সময় প্রকল্পটি বাস্তবায়ন কর্তৃপক্ষ ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এ উদ্যোগকে মর্যাদাপূর্ণ ন্যায়বিচারের পথে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ হিসেবে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, বারের (আইনজীবী সমিতি) সদস্যরা অথবা সাধারণ বিচারপ্রার্থী মানুষ, যারা বিভিন্ন প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসেন, ইতোপূর্বে তাদের সুবিধার জন্য পাইলট প্রকল্প হিসেবে দুটো ডেডিকেটেড স্থানে পুরুষ, নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য টয়লেট চালু করা হয়েছে।  

প্রধান বিচারপতি বলেন, এটি জনগণের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এ সময় পাইলট প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য তিনি ব্র্যাকের সদস্যদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।