ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

টক্সিক সম্পর্কে আছেন বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
টক্সিক সম্পর্কে আছেন বুঝবেন যেভাবে

একে-অন্যের প্রতি ভালোবাসা রয়েছে। তার মানেই যে সেই সম্পর্কটা সুখের তা কিন্তু নাও হতে পারে।

একটা সম্পর্কে দুটো মানুষ থাকে। কিন্তু সেখানে তাদের একে-অন্যের প্রতি শ্রদ্ধা, ভরসা, চাওয়া-পাওয়া থাকে। কিন্তু কিছু সম্পর্ক হয় যেখানে একজনের দম বন্ধ হয়ে আসে। তার কথা বলার কোনো জায়গা নেই। তার মনের অনুভূতি আরেকজন বোঝে না। তাকে সম্মান করে না। ছোট ছোট বিষয়ে অশান্তি লেগে যায়। প্রায় দিন ঝগড়া-অশান্তি হয়।

মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করা হয়। এমন সম্পর্কে কী বলে, জানেন? শুধুমাত্র মারধর করলে, গালিগালাজ করলেই যে সেই সম্পর্ক টক্সিক হয়, তা নয়। আরও কয়েকটি বিষয় রয়েছে, যা চোখে আঙুল দিয়ে বলে দেয় যে আপনি একটা টক্সিক সম্পর্কে রয়েছেন। অবিলম্বে সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত।

সম্পর্কে থাকতে গেলে বন্ধু হওয়া ভীষণ জরুরি। একে-অন্যের কথা শোনা দরকার। কিন্তু সামনের মানুষটা যদি আপনার কথা না শোনে, আপনাকে যদি না বোঝে, আপনার চাওয়া-পাওয়াকে গুরুত্ব না দেয়, তা হলে বুঝবেন, এই সম্পর্কে থাকার কোনো অর্থ নেই। সম্পর্কের ভিতই হলো কমিউনিকেশন। সেটা না থাকলে সম্পর্ক জটিল হতে শুরু করে।  

একজন যদি ক্রমাগত অন্যজনের ওপর জোর খাটাতে থাকে, তাকে ছোট ছোট বিষয় নিয়ে চাপ দিতে থাকে, তা হলে সাবধান। আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যদি আপনাকে কোনো কাজ করার জন্য জোর করা হয়, তা হলে বুঝবেন আপনার পার্টনার মারাত্মক টক্সিক। যে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না, সম্মান করে না সেখানে না থাকাই আপনার জন্য ভালো।

আপনাকে গুরুত্ব দেয় না যে মানুষ, তার সঙ্গে জীবন কাটানোর কথা ভুলেও ভাববেন না। আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন এ নিয়ে যেসব সারাক্ষণ প্রসেসিভ হয়ে থাকে এবং অশান্তি করে, বুঝবেন এটা টক্সিক রিলেশনশিপ। এমন সম্পর্ক মোটেও স্বাস্থ্যকর নয়।

আপনাকে যদি ভরসা না করে, আপনাদের দুইজনের মধ্যে যদি ভরসা জায়গা তৈরি না হয়, সেখানে ভালোবাসাও থাকতে পারে না। পাশাপাশি আপনাকে যদি প্রতি মুহূর্ত সবার সামনে ছোট করে, প্রতি পদক্ষেপে আপনাকে জাজ করে, সেখান থেকে বেরিয়ে আসুন। এই ধরনের সম্পর্ক মোটেই ভালো হয় না। এগুলোই টক্সিক রিলেশনশিপের লক্ষণ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।