ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফুডি’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফুডি’ 

ঢাকা: পছন্দের রেস্তোরাঁর খাবার কম দামে দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ায় অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম ‘ফুডি’। ১০ লাখের বেশি অর্ডার ডেলিভারি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, খাবারের সিলেকশন, গুণগতমান এবং দাম নিয়ে কাস্টমারদের ফিডব্যাক বেশ ভাল। মাসজুড়ে প্লাটফর্মে ভালো ভালো অফার চলছে। প্রতি রোববার ‘সুপার সানডে’ ক্যাম্পেইনে পছন্দের রেস্তোরাঁয় ৫০% পর্যন্ত ছাড় থাকছে। এছাড়াও প্রতিনিয়ত প্লাটফর্মে নতুন রেস্তোরাঁ যোগ হচ্ছে। আমাদের প্লাটফর্মে এখন ৫ হাজারের বেশি রেস্তোরাঁ সংযুক্ত আছে।

সব বিভাগীয় শহরের পাশাপাশি সম্প্রতি টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, সিরাজগঞ্জসহ দেশের ৪৫ টির বেশি জোনে ফুডির সেবা চালু হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।