ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

লাইফস্টাইল

শিশুর মাথায় উকুন হয়েছে? 

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
শিশুর মাথায় উকুন হয়েছে? 

ছুটি কাটাতে নানুবাড়ি এসেছে ঝিলাম, টুকটুকি ও তোজোমণি। ওদের সবারই মাথার চুল বেশ লম্বা।

একসঙ্গে মাথা লাগিয়ে মোবাইলফোনে ভিডিও দেখছিল ওরা। কেউই জানে না যে কারো না কারো উকুন আছে, হয়তো ছোটমণিরা তা বিশ্বাসই করতে চাইবে না, একসঙ্গে ওদের অভিভাবকরাও। ভিডিও দেখার মাঝেই ছড়িয়ে যেতে পারে অস্বস্তিকর উকুনেরা। এছাড়াও মাথায় খুশকি, শুষ্ক চুল ও নোংরা থাকার কারণে এ ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। মাথায় উকুন হলে রাতের ঘুম উড়ে যায় অনেকের। আবার অনেকের কোনো ধরনের অনুভূতিও হয় না। শিশুর মাথায় উকুন হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে সে অনবরত মাথা চুলকাবে। শিশু বা বুড়ো এ ধরনের সমস্যা থেকে রেহাই পেতে বেছে নিন ঘরোয়া টোটকা-

* নিয়মিত চুলে পেট্রলিয়াম জেলি মাখলে উকুনের সমস্যা দূর হতে পারে।

* লেবুর রসেও উকুন মরতে পারে। রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুন মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধ ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে নিন।

* ভেজা চুলে চিরুনি দিলে চুলের ক্ষতি হয়। কিন্তু উকুন দূর করতে হলে, এই টোটকাই আপনাকে মানতে হবে। সরু দাঁড়ার চিরুনি ব্যবহার করুন। ছোট-ছোট ভাগ করে চুল আঁচড়ে নিন। এতে সহজেই উকুন বাছা যায়।

* চুলে তেল মেখেও আপনি উকুনের সমস্যাকে দূরে রাখতে পারেন। নারিকেল তেল বা আমন্ড অয়েল, যেকোনো তেল বেছে নিন। ছোট-ছোট ভাগ করে স্ক্যাল্পে তেল মালিশ করুন। এরপর সরু দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। উকুন ধরা পড়বেই।

ভিনিগারের সাহায্য নিতে পারেন। অ্যাপেল সাইডার ভিনিগার উকুনের সমস্যা দূর করতে সাহায্য করে। ১/২ কাপ পানিতে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। পরে স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে চুল আঁচড়াবেন। এরপর  শ্যাম্পু করুন।

* নিমপাতা উকুনের বিষ। নিমপাতা বেটে নিন। তাতে টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই হেয়ার প্যাক স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। এছাড়া নিম তেল ব্যবহার করতে পারেন। এতে উকুনের সমস্যা দূর হবে।

মনে রাখতে হবে

উকুন দূর করার টোটকা একদিন ব্যবহার করলে উপকার মিলবেন না। যতদিন না উকুন দূর হচ্ছে প্রতিকারগুলো নিয়মিত ব্যবহার করে যেতে হবে। যে তোয়ালে, চিরুনি ব্যবহার করবেন, তা ভালো করে ধুয়ে নেবেন। পাশাপাশি সেগুলো অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। উকুন দূর করার টোটকা কাজে লাগানোর সময় বাজারচলতি লাইস ট্রিটমেন্ট শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো কন্ডিশনার ব্যবহার করবেন না।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।