ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নরসিংদী: নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আবু হুরেক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের বাজিরমোড় নিরালা হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার আবু হুরেক নরসিংদী সদর থানার মধ্যশীলমান্দি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আবু হুরেক একজন অভ্যস্ত যৌন অপরাধী। তিনি ফেসবুকে এক কলেজ ছাত্রীর সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে বহুবার ধর্ষণ করেন আবু হুরেক। এক পর্যায়ে নির্যাতিতা আত্মহত্যা ছাড়া বিকল্প ভেবে পাচ্ছিলেন না। পরে ওই তিনি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আবু হুরেককে আসামি করে নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সিপিএসসি নরসিংদীর আভিযানিক দল শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর থানার বাজিরমোড় নিরালা হোটেল থেকে আসামি আবু হুরেককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়।  

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।