ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবা ট্যবলেটসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
পাথরঘাটায় ইয়াবা ট্যবলেটসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ১০৫টি ইয়াবা  ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানাকে (৩০) আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আ. রাজ্জাকের ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার লেফটেনেন্ট মো. শাফায়েত আবরার জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকা থেকে মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশি করে ১০৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডিসের ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, আটক মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।