ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
রূপগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপশী, মইকুলী, খিদিরপুর, নয়াপাড়া ও খাদুন এলাকায় ৪ কিলোমিটারে প্রায় ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় একটি কয়েল ফ্যাক্টরি, একটি বেকারি, ও কয়েকটি খাবার হোটেলের অবৈধ লাইনও বিচ্ছিন্ন করা হয়।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী রফিকুজ্জামান, উপ ব্যবস্থাপক হাসান আহমেদ, উপ ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম অনিক, প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শাহীনুজ্জামান, প্রকৌশলী সুজিল মিয়া, সিনিয়র বিক্রয় সহকারী ফাভজুল হক, সাহায্যকারী খৈয়ম বেপারী প্রমুখ।

এ সময় উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত এ এলাকায় তিতাসের উচ্চ চাপের লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করছেন। আজ চারটি গ্রামের প্রায় ৫ হাজার বাড়ির এ অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।