ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যুবকের কাছে মিলল ৩ কোটি টাকার হেরোইন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
নারায়ণগঞ্জে যুবকের কাছে মিলল ৩ কোটি টাকার হেরোইন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকার হেরোইনসহ মাসুম সরকার (১৯)কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 

গ্রেফতার মাসুম সরকার কুমিল্লার হোমনা থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, রোববার (১৫ জানুয়ারি) গভীর রাতে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্ধু পরিবহন কাউন্টারের সামনে মাসুম সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।