ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ছাত্রদলের সদস্য সচিব পাপন গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
নরসিংদীতে ছাত্রদলের সদস্য সচিব পাপন গুলিবিদ্ধ

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সামসুর টেকে এ গুলিবিদ্ধের ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেতাকর্মীরা জানায়, সোমবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল হওয়ার কথা ছিল। দুপুরে মিছিলে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমান পাপন উপস্থিত হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে সামসুর টেকে নিয়ে গুলি করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে নরসিংদী জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হলে অবস্থা খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াশাল পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ বলেন, আমরা সবাই উপজেলার সামনে জড়ো হয়ে কথা বলছিলাম। এ সময় ঘোড়াশাল পৌরসভার সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মো. রুবেল মিয়া দল নিয়ে পাপনকে উঠিয়ে নিয়ে যান। পরে পাপনকে সামসুর টেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের মানুষ আসতে দেখে তারা পালিয়ে যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন,  আমরা ঘটনা শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।