ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় দিনব্যাপী পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
নেত্রকোনায় দিনব্যাপী পিঠা উৎসব

নেত্রকোনা: নেত্রকোনায় আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে কুরপাড়স্থ সংসদ কার্যালয়ে দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে ১৭টি বিভিন্ন ধরনের বাহারি পিঠার স্টল বসে। বাবা-মারা তাদের সন্তানদের নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।  

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন ও পুলিশ সুপার ফয়েজ আহমেদ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন।  

কবি সাইফুন্নাহার ও কবি সুমিত্র সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নেত্রকোনা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রওশনা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও শিরিন আক্তার চৌধুরী।  

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ননী গোপাল সরকার।  

পরে আমন্ত্রিত অতিথি, উৎসবে আসা দর্শনার্থীরা মেলার স্টল পরিদর্শন করেন এবং মুখরোচক বিভিন্ন পিঠার স্বাদ উপভোগ করেন।

দিনব্যাপী উৎসবে গল্প, কবিতা ও গান পরিবেশন করা হয়।  

পরে তিন সদস্যের বিচারক প্যানেল উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করে বিজয়ী স্টল মালিকদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

মেলায় আসা দর্শনার্থীরা প্রতিবছর এ উৎসব আয়োজনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।