ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে

ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এ কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে এখন সম্মানের চোখে দেখে।

তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোলায় ৫ দিনের সংক্ষিপ্ত সফরে গিয়ে নির্বাচনী এলাকা, কাচিয়া ও পশ্চিম ইলিশাসহ বেশ কয়েকটি স্থানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় তিনি এসব কথা বলেন।

সেখানে তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে যা সারাদেশে সরবরাহ হবে। পাশাপাশি ভোলা-বরিশাল একটি ব্রিজ নির্মাণ করা হবে। এ জেলা হবে অর্থনৈতিক জোন।

এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।