ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৪ দিন পর ট্রলার শ্রমিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
নিখোঁজের ৪ দিন পর ট্রলার শ্রমিকের মরদেহ উদ্ধার

বরিশাল: নিখোঁজের চারদিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে সোহেল খান নামে এক ট্রলার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

উদ্ধারকৃত ব্যক্তি ঝালকাঠি জেলার আমিরাবাদ ইউনিয়নের মগর গ্রামের মৃত জলিল খানের ছেলে সোহেল খান।

তবে কর্মের কারণে তিনি বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর কলোনীতে ভাড়া থাকতেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব‌রিশাল সদর নৌ থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক মো. মাসুম।

তিনি জানান, কীর্তনখোলা নদী সংলগ্ন কোস্টগার্ডের টার্মিনালের পা‌শে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থ‌লে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত সোহেল খান একটি ট্রলারের শ্রমিক ছিলেন।

গত ১৩ ফেব্রুয়ারি বেলতলা খেয়াঘাট এলাকায় ট্রলার থেকে নদীতে পরে যায়। নিখোঁজের চারদিন পর সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।