ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুগদা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
মুগদা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি  আটক

ঢাকা: রাজধানীর মুগদা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খোরশেদ আলম ওরফে শরীফকে (৩৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মুগদা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, খোরশেদের নামে বিভিন্ন থানায় ছয়টি মাদক, একটি দস্যুতা ও একটি সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণাসহ সর্বমোট আটটি মামলা রয়েছে। এর আগে তিনি বিভিন্ন মামলায় কারা ভোগের পর জামিনে মুক্তও হয়েছেন। এছাড়া একটি মামলায় বিচার প্রক্রিয়া শেষে ২০২০ সালে আদালত খোরশেদ আলম ওরফে শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায়ের পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে জীবনযাপন করে আসছিলেন।

শরীফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ