ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় সূর্যমুখী ক্ষেতে মোটর চালিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

তার বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায়।  

পরিবার ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল সরদার জানান, সাইফুল তার ফুফুর বাড়িতে নিজেদের মালিকানার জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। সেই জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্র লাগিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।