ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে ব্রিজের নিচে পড়ে ছিল ফার্মেসি ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
বীরগঞ্জে ব্রিজের নিচে পড়ে ছিল ফার্মেসি ব্যবসায়ীর মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ব্রিজের নিচ থেকে মাহাফুজ আলম (৩৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতলা-তেলিপাড়া রাস্তার একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মৃত মাহাফুজ আলম উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর তেলিপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে স্থানীয়রা প্রথমে মোবাইলে বিষয়টি থানায় জানান। ধূমপানের পাশাপাশি তার নেশা করার অভ্যাস ছিল। ধারণা করা হচ্ছে তিনি রাতে দোকান থেকে ফেরার পথে নেশা গ্রহণ ও ধূমপান করতে ব্রিজে এসে বসেছিলেন। একপর্যায়ে তিনি ব্রিজ থেকে পানিতে পড়ে গেলে আর উঠতে না পেরে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।