ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নগরকান্দার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল ফ্রি ল্যাপটপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
নগরকান্দার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল ফ্রি ল্যাপটপ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো ৭৪টি ফ্রি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।  

শনিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ, আইরিন ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।