ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল: ভিন্ন ভিন্ন অপরাধে নড়াইলে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করায়  প্রতিষ্ঠানগুলোকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

রোববার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর উপজেলার কুড়িগ্রাম ও ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন রূপগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।  

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেসার্স মদিনা ফুডকে ৫ হাজার, মেসার্স মামুন ফল স্টোরকে ৫০০ টাকা, মেসার্স কেয়া কসমেটিকসকে ১ হাজারসহ মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।