ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ভাঙ্গায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গাছ থেকে নুর ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা বগাইল টোলপ্লাজা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নুর ইসলাম মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার বালাসর এলাকার মনখুশি মিয়ার ছেলে।  

তিনি বামনকান্দা রেল স্টেশনের নির্মাণ কাজের সাব ঠিকাদার তানভীর আহমেদের নিয়ন্ত্রণে কাজ করতেন বলে জানা যায়। গত ১৪ মার্চ টাকা চাওয়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় বলে স্থানীয়রা জানান। তবে, এটা হত্যা নাকি আত্মহত্যা তা জানা যায়নি।  

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।