ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নেত্রকোনা: নেত্রকোনা সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ১৭২৫ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান পরাগ (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় তিতাস গ্যাস অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক পরাগ জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার এলাকার আব্দুল কাদিরের পুত্র।  

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির এস আই ফরিদ আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৭২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।  

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।