ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
খুলনায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

খুলনা: সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে এ মাংস জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাকবাড়িয়া নদীর আংটিহারা বাঁধে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমআরএম/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।