ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

সাভার (ঢাকা): সাভারে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোক্তার হোসেন (৫০) নামে এক পথাচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী মোক্তার হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রাউতারা গ্রামের মৃত ছকির আলী খার ছেলে। আশুলিয়ার নবীনগরে চারিগ্রাম বটতলা এলাকায় ভাড়া বাসায় থেকে ঝুটের গোডাউনে কাজ করতেন।

অন্যদিকে, আটক চালক আজমুল খান নয়ন (৩৪) মানিকগঞ্জে ক্রাউন সিমেন্টের ঢাকা ট্রেড লিংক ডিলারে মার্কেটিং বিভাগে কর্মরত।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ছালেহা আক্তার জানান, বাঁশতলা নিরিবিলি ঝুটের গোডাউনে কাজ করতেন মোক্তার হোসেন। কাজ শেষে প্রতিদিনের মতো বাসায় ফেরার সময় নিরিবিলি ওভারব্রিজের পশ্চিমে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে আহতাবস্থায় নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।