ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৫১৩৫ ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, এপ্রিল ১৪, ২০২৩
ফরিদপুরে ৫১৩৫ ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুর: ফরিদপুরে ৫১৩৫ ইয়াবা ট্যাবলেটসহ আলামিন প্রমাণিক (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ফরিদপুর সদরের বাখুন্দা এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক আলামিন রাজবাড়ী সদর থানার কলেজপাড়া এলাকার বাবর আলী প্রামাণিকের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আলামিন প্রমাণিক নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৫১৩৫ পিস ইয়াবা, ২টি মোবাইল, ৩টি সিম এবং মাদক বেচে পাওয়া ৭০০ টাকা উদ্ধার করা হয়।  

পরে এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ র‌্যাব কমান্ডার।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।