ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
শিবচরে অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে প্রধানমন্ত্রীর প্রেরিত ঈদ উপহার হিসেবে অসহায়, হতদরিদ্র ৪ হাজার ৭০৮ পরিবারকে ভিজিএফের চাল এবং ১ হাজার ২০০ জনকে শাড়ী-লুঙ্গি দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

শিবচর পৌর সভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এবং ১২শত ব্যক্তিকে শাড়ী-লুঙ্গি দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম ও পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।